কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

- আপডেট সময় : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বীপাড়া নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে এবং দুইটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান লতাচাপলী ইউনিয়নের কৃতি সন্তান ও মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন।রোববার (৫ অক্টোবর) সকালে তিনি সরজমিনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান।ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাবিবুর রহমান বলেন, আমার কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকানটা পুরোপুরি পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব শেষ হয়ে গেল। এখন কীভাবে আবার দাঁড়াব জানি না। মিলন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা অনেক খুশি।আরেক দোকানি বাচ্চু হাওলাদার বলেন, আমার মুদি দোকানেও ভয়াবহ ক্ষতি হয়েছে। অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আতিকুর রহমান মিলন ভাই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের জন্য একটি শক্তি।মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। আমি চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে থাকতে। ভবিষ্যতেও যেকোনো বিপদে আমি সবসময় তাদের পাশে থাকব।এসময় স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।