ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তায় দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অ্যাডভোকেট শাহিন পটুয়াখালীতে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি সেবাগ্রহীতাগণ কলাপাড়ায় আয়কর আইনজীবী মনিরের অফিসের কার্যক্রম চালু মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali ঘুষ ছাড়া ফাইল নড়ে না মিরপুর ভূমি অফিসে ‘প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন’

আয়-ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
34

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহে এ চিঠি দেওয়া হবে। সে অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের বছরের হিসাব ইসিতে জমা দিতে হবে।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করেছে ইসি। এ কারণে দলটিকে চিঠি দেওয়া হচ্ছে না। এর আগে ২০১৩ সালে আদালতের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। যার কারণে তৎকালীন ইসি দলটিকে চিঠি দেয়নি। একযুগের ব্যবধানে গণহত্যার দায়ে সেই আওয়ামী লীগই বাদ পড়েছে। আর নিবন্ধন ফিরে পাওয়ায় কর্মসূচিতে যুক্ত হয়েছে জামায়াত। বর্তমানে আওয়ামী লীগ বাদে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমার শেষদিন আজ রোববার। তবে জুলাই গণঅভ্যুত্থানের ব্যানারে গঠিত তরুণ-ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আলোচিত ডেসটিনি গ্রুপের মালিকের তত্ত্বাবধানে গঠিত দল আমজনগণ পার্টি আবেদন করেনি। তবে আজ তারা আবেদনপত্র জমা দিতে পারে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত ২০ এপ্রিল দুই মাস সময় দিয়ে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন।

ইসির তথ্য বলছে, ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালু হয়। এর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। অডিট রিপোর্ট রেজিস্ট্রার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা না দিলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত ছকে জমা দিতে হয়।

প্রাপ্ত তথ্যমতে, নিবন্ধন ব্যবস্থা ও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলগুলোর আয়-ব্যয়ের হিসাব এ বছর ইসিতে জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর আগে দলগুলোর হিসাব বিগত কমিশন প্রকাশ করত না। দলগুলো যে প্রতিবেদন দিত, তা-ই মেনে নিত ইসি।

ইসির যুগ্ম সচিব আবদুল হালিম খান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর থাকতে হবে।

ইসির নিবন্ধন শাখার তথ্যমতে, গত বৃহস্পতিবার পর্যন্ত নতুন ৬৪টি দল আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই যোগ্য দলের সংখ্যা ৫৪টি। আজ শেষ দিনে এনসিপি ও আমজনগণ পার্টি নিবন্ধন চেয়ে আবেদন করবে বলে দল দুটির নীতিনির্ধারকরা আমার দেশকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আয়-ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি

আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
34

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহে এ চিঠি দেওয়া হবে। সে অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের বছরের হিসাব ইসিতে জমা দিতে হবে।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করেছে ইসি। এ কারণে দলটিকে চিঠি দেওয়া হচ্ছে না। এর আগে ২০১৩ সালে আদালতের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। যার কারণে তৎকালীন ইসি দলটিকে চিঠি দেয়নি। একযুগের ব্যবধানে গণহত্যার দায়ে সেই আওয়ামী লীগই বাদ পড়েছে। আর নিবন্ধন ফিরে পাওয়ায় কর্মসূচিতে যুক্ত হয়েছে জামায়াত। বর্তমানে আওয়ামী লীগ বাদে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমার শেষদিন আজ রোববার। তবে জুলাই গণঅভ্যুত্থানের ব্যানারে গঠিত তরুণ-ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আলোচিত ডেসটিনি গ্রুপের মালিকের তত্ত্বাবধানে গঠিত দল আমজনগণ পার্টি আবেদন করেনি। তবে আজ তারা আবেদনপত্র জমা দিতে পারে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত ২০ এপ্রিল দুই মাস সময় দিয়ে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন।

ইসির তথ্য বলছে, ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালু হয়। এর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। অডিট রিপোর্ট রেজিস্ট্রার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা না দিলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত ছকে জমা দিতে হয়।

প্রাপ্ত তথ্যমতে, নিবন্ধন ব্যবস্থা ও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলগুলোর আয়-ব্যয়ের হিসাব এ বছর ইসিতে জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর আগে দলগুলোর হিসাব বিগত কমিশন প্রকাশ করত না। দলগুলো যে প্রতিবেদন দিত, তা-ই মেনে নিত ইসি।

ইসির যুগ্ম সচিব আবদুল হালিম খান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর থাকতে হবে।

ইসির নিবন্ধন শাখার তথ্যমতে, গত বৃহস্পতিবার পর্যন্ত নতুন ৬৪টি দল আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই যোগ্য দলের সংখ্যা ৫৪টি। আজ শেষ দিনে এনসিপি ও আমজনগণ পার্টি নিবন্ধন চেয়ে আবেদন করবে বলে দল দুটির নীতিনির্ধারকরা আমার দেশকে নিশ্চিত করেছেন।